আইজিপির সঙ্গে বিএনপির বৈঠক করবে বিএনপি
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৮ অপরাহ্ণ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদের সঙ্গে বৈঠক করবে বিএনপির প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এ বৈঠক হওয়ার কথা রয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।
মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারি) সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের কর্মসূচির সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার বিষয়ে বৈঠকে আলোচনা হবে। জাতীয় কমিটির আহ্বায়ক বিজন কান্তি সরকার, সদস্য সচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটির সদস্য সচিব ও দলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন বৈঠকে উপস্থিত থাকবেন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) এ বৈঠকের কথা জানিয়ে পুলিশ প্রধান বরাবর আবেদন করা হয় বিএনপির পক্ষ থেকে।
তবে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. সোহেল রানা রাইজিংবিডিকে বলেন, ‘এমন কোনো খবর আমার জানা নেই। তথ্য পেলে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’