আইভী রহমানের সমাধিতে আওয়ামীলীগের শ্রদ্ধা
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
২৪ আগস্ট, ২০২১, ৩:৩৭ অপরাহ্ণ

আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শহীদ আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।
মঙ্গলবার (২৪ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিনিয়র নেতাদেরকে সঙ্গে নিয়ে শহীদ আইভি রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, আইভি রহমান ছিলেন একজন নিরহংকারী রাজনৈতিক নেত্রী।
তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের উচ্চ আদালতে আপিলের শুনানি অচিরেই শুরু হবে।
আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও দক্ষিণ আওয়ামী লীগ।
এছাড়াও আরও শ্রদ্ধা জানান আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।