ইতালিতে করোনায় শতাধিক চিকিৎসকের মৃত্যু
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
১০ এপ্রিল, ২০২০, ৩:৫৩ অপরাহ্ণ

ফেব্রুয়ারিতে ভূমধ্যসাগরীয় দেশটিতে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর থেকে শতাধিক ইতালিয়ান চিকিৎসকের মৃত্যু হয়েছে। এফএনওম্যাকইও নামে ইতালির একটি স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।
সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, কোভিড-১৯ এর কারণে মারা যাওয়া চিকিৎসকের সংখ্যা ১০০- এই মুহূর্তে ১০১ জন।’ এই মৃত্যুর তালিকায় রয়েছে অবসর নেওয়া চিকিৎসকরা, যারা ভাইরাস মোকাবিলায় এক মাস আগে সরকারের ডাকে সাড়া দিয়েছিলেন।
এপর্যন্ত করোনায় সবচেয়ে বেশি ১৭,৬৬৯ জনের মৃত্যু হয়েছে ইতালিতে। ইতালিয়ান মিডিয়ার হিসাবে ৩০ জন নার্স ও সহকারী মারা গেছেন। এফএনওম্যাকইও প্রেসিডেন্ট ফিলিপ্পো আনেয়ি তাদের ওয়েবসাইটে বলেছেন, ‘ভাইরাসের বিরুদ্ধে কোনো সুরক্ষা ছাড়াই আমাদের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা কাজ করে যাচ্ছে। এটা একটা অসম যুদ্ধ।’
রোমের আইএসএস জনস্বাস্থ্য প্রতিষ্ঠান জানায়, করোনাভাইরাসে সংক্রমিত হওয়া ১০ শতাংশই স্বাস্থ্যখাতে কাজ করছিলেন।