ঈদুল আজহার ছুটি থাকবে তিন দিন
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
১৩ জুলাই, ২০২০, ৩:২৯ অপরাহ্ণ

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে এবার ঈদুল আজহার ছুটি থাকবে তিন দিন। তবে থাকতে হবে কর্মস্থলে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সোমবার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সচিব একথা বলেন।
সচিব বলেন, ‘এবার ঈদুল আজহার ছুটি বাড়ানো হবে না, তিন দিনই থাকবে। ছুটির সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকতে হবে।’
মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয় থেকে মন্ত্রিসভার সদস্যরা যুক্ত হন।
জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষ এবার আগামী ৩১ জুলাই