করোনায় আক্রান্ত পাকিস্তান পার্লামেন্টের স্পিকার
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
১ মে, ২০২০, ৩:৪৩ অপরাহ্ণ

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সার করোনায় আক্রান্ত হয়েছেন। চলতি সপ্তাহে রমজান উপলক্ষে একটি ইফতার মাহফিলে যোগদান এবং প্রধানমন্ত্রী ইমরান খান ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার রাতে পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে জানানো হয়।
আসাদ কায়সারের করোনায় আক্রান্তের পর ইমরান খানের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে কিনা জানা যায়নি। তবে কয়েক সপ্তাহ আগে দেশটির সবচেয়ে বড় দাতব্য সংস্থা ইদি ফাউন্ডেশনের প্রধান ফয়সাল ইদির সঙ্গে বৈঠকের পর তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল। তাতে নেগেটিভ ফল এসেছিল।
বৃহস্পতিবার এক টুইটে কায়সার বলেন, ‘আমি হোম কোয়ারেন্টাইনে আছি।’
সোমবার রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন স্পিকার কায়সার। এতে প্রধানমন্ত্রী ইমরান খানসহ শীর্ষ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত কয়েক দিন ধরে কোভিড-১৯ এর পরীক্ষা বাড়ানোর পর পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার দেশটিতে ৯৯০ জন আক্রান্তকে শনাক্ত করা হয়েছে।