করোনায় দুদকের পরিচালকের মৃত্যু
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
৬ এপ্রিল, ২০২০, ১১:৫৫ পূর্বাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন পরিচালক মারা গেছেন।
সোমবার (৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য ওই পরিচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের অপর এক পরিচালক বলেন, জ্বর নিয়ে গত এক সপ্তাহ ধরে ওই পরিচালক কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরীক্ষায় তার করোনাভাইরাস ধরা পড়ে।
মারা যাওয়া ওই পরিচালক প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি ২০১৬ সাল থেকে প্রেষণে দুদক পরিচালক হিসেবে যোগ দেন। তার স্ত্রী ও সন্তান এখন কুয়েত মৈত্রী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন বলে জানা গেছে।