করোনায় নতুন করে আরও ৫ জন আক্রান্ত
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
২৬ মার্চ, ২০২০, ৪:২৫ অপরাহ্ণ

করোনাভাইরাসে নতুন করে আরও ৫ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে। এর মধ্যে ১১ জন সুস্থ হয়ে ফিরে গেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, ‘নতুন ৫ জনের মধ্যে একজন বিদেশ থেকে এসেছেন। ৩ জন আক্রান্ত হয়েছেন অপর আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে। আরেকজনের তথ্য আমরা বিস্তারিত অনুসন্ধান করছি। ৫ জনের সবাই পুরুষ।
এদের মধ্যে দুই জনের বয়স ৩০ থেকে ৪০ বছর, অপর দুই জন জন ৪১ থেকে ৫০ বছর এবং আরেকজনের বয়স ৬০ বছরের এর বেশি।
গত ২৪ ঘণ্টায় ১২৬টি পরীক্ষা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ৯২০ জনের। নতুন আক্রান্ত হওয়া এক জনের কোমর বিডিটি রয়েছে।’ নমুনা পরীক্ষা করার সুযোগ বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ঢাকায় জনস্বাস্থ্য প্রতিষ্ঠান এবং শিশু হাসপাতালে এবং চট্রগ্রামের বিআইটি পরীক্ষা শুরু হয়েছে। পর্যায়ক্রমে সেটি আরও বাড়ানো হবে।