করোনায় মৃতের সংখ্যা ৫ লক্ষ ছাড়িয়েছে
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
২৮ জুন, ২০২০, ১২:৪৯ অপরাহ্ণ

মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডওমিটার্সের ডাটা অনুযায়ী বিশ্বের ২১৩ টি দেশ, বিভিন্ন অঞ্চল ও দুটি আন্তর্জাতিক অঞ্চলে মৃতের সংখ্যা ৫ লাখ ৬২৫ জন।
যথারীতি আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ক্ষমতাধর মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ২৮ হাজার ১৫২ হন। আক্রান্ত ও মৃতের সংখ্যা দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে মারা গেছে ৫৭ হাজার ১০৩ জন।
তৃতীয় সর্বোচ্চ ৪৩ হাজার ৫১৪ জন মারা গেছে যুক্তরাজ্যে। ইতালিতে মারা গেছে ৩৪ হাজার ৭১৬ জন। ফ্রান্সে মারা গেছে পঞ্চম সর্বোচ্চ ২৯ হাজার ৭৭৮ জন। স্পেনে ২৮ হাজার ৩৪১ জন। আর মেক্সিকোতে ২৫ হাজার ৭৭৯ জন।
ভারতে করোনায় প্রাণ হারিয়েছে ১৬ হাজার ১০৩ জন। এ ছাড়া ইরানে ১০ হাজার ৩৬৪ জন, বেলজিয়ামে ৯ হাজার ৭৩২ জন ও জার্মানিতে ৯ হাজার ২৬ জন।