করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২০
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
২০ মার্চ, ২০২০, ৭:৩২ অপরাহ্ণ

দেশে নতুন করে আরো তিনজন করোনাভাইরাসে আক্রন্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (২০ মার্চ) মহাখালীতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা বলেন, ‘আক্রান্তদের একজন নারী ও দুজন পুরুষ। নতুন আক্রান্তরা একই পরিবারের সদস্য নয়। তিনজনের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। নারী ও একজনের বয়স ৩০ এর কোঠায়। অন্যজনের বয়স ৭০। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।’
বিদেশফেরতদের ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কারও সঙ্গে মিশবেন না। এমনকি খাবারও নিজের ঘরের মধ্যেই খাবেন। বিদেশফেরত ব্যক্তিরা অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। ’
গতকাল বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাসে ১৭ জন আক্রন্ত হয়েছিলেন। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছিলেন।