করোনা উপসর্গ নিয়ে ডিএমপি পুলিশের কনস্টেবলের মৃত্যু
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
৯ মে, ২০২০, ৩:২৩ অপরাহ্ণ

করোনা উপসর্গ নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও শিল্পাঞ্চল থানার এক কনস্টেবল মারা গেছেন।
শনিবার (৯ মে) সকালে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে তিনি মারা যান।
শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘করোনাভাইরাসের উপসর্গ থাকায় ওই পুলিশ সদস্যকে আলাদা রাখা হয়েছিল। তবে তার সর্দি কাশি ছিল কম। সকালে গরম পানি পান করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে হৃদরোগ ইন্সটিটিউটে নেওয়া হলে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন কি না তা জানতে নমুনা সংগ্রহ করা হচ্ছে। পরীক্ষার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে ওসি জানান।