করোনা নিয়ন্ত্রণে বেইজিংয়ে
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
১৯ জুন, ২০২০, ৪:০১ অপরাহ্ণ

বেইজিংয়ে করোনাভাইরাসের সংক্রমণ এখন স্থিতিশীল। এই পরিস্থিতিতে চীনের রাজধানীতে দ্বিতীয় দফার সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে ঘোষণা করলেন এক জনস্বাস্থ্য কর্মকর্তা।
বেইজিংয়ে একদিনে নতুন করে ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন, আগের দিনের চেয়ে চারজন বেশি। আর চীনের মূল ভূখণ্ডে মোট ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।
চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান মহামারি বিশেষজ্ঞ উ জুনিইউ বলেছেন, ‘বেইজিংয়ে মহামারি নিয়ন্ত্রণে এসেছে। আমি যখন বলছি নিয়ন্ত্রণে রয়েছে, তার মানে এই নয় যে কাল বা পরশু আক্রান্তের সংখ্যা শূন্যে নামবে।’
বাসিন্দাদের সতর্ক করে দিলেন এই কর্মকর্তা, ‘এই প্রবণতা আরও কিছু সময় থাকবে। কিন্তু আক্রান্তের সংখ্যা কমতে থাকবে, ঠিক যেমনটা আমরা দেখেছিলাম (বেইজিংয়ে) জানুয়ারি ও ফেব্রুয়ারিতে।’
স্থানীয়ভাবে সংক্রমণ রুখতে রাজধানীতে লোকজনের চলাফেরায় বিধিনিষেধ জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শহরের সব স্কুল বন্ধ করা হয়েছে এবং খেলাধুলা ও অন্য ইভেন্ট শুরুর পরিকল্পনা বাতিল করেছে। এছাড়া ৩ লাখ ৬০ হাজারের বেশি করোনা টেস্ট করা হয়েছে বলে জানিয়েছে শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষ।