গণমাধ্যমে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পরিচয় প্রকাশ নয়
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
১১ মার্চ, ২০২০, ১০:৫৬ অপরাহ্ণ

কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পরিচয় গণমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
বুধবার রাতে (১১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায় আইইডিসিআর।
বিজ্ঞপ্তিতে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, কোনো কোনো গণমাধ্যমে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পরিচয় প্রকাশিত হচ্ছে। তাদের অবস্থান প্রকাশ করা হচ্ছে। এতে ঝুঁকি আছে। তাদের প্রকাশ্যে পুলিশ পাহারা দেবার মাধ্যমেও তাদের পরিচয় প্রকাশের ঝুঁকি তৈরি হচ্ছে।’
তিনি বলেন, আমরা সারাদেশে মোট কতজন কোয়ারেন্টাইনে এবং আইসোলেশনে আছেন—তার সংখ্যা প্রকাশ করছি। রোগ প্রাদুর্ভাবের বর্তমান পর্যায়ে জেলা বা উপজেলাভিত্তিক সংখ্যা প্রকাশ করার প্রয়োজন নেই।
ফ্লোরা বলেন, পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো, গৃহ/স্বেচ্ছা কোয়ারেন্টাইনে কারো নিরাপত্তা দেবার প্রয়োজন হলে আইইডিসিআর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পরামর্শ গ্রহণ করুন।