গ্রন্থমেলায় ফিরোজ জামানের তিন খাবারের সমন্বয় সুস্থ থাকার বিষ্ময়
স্টাফ রিপোর্টার: | PhotoNewsBD
১৩ ফেব্রুয়ারি, ২০২০, ৭:০৮ অপরাহ্ণ

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হলো শরীরচর্চার প্রশিক্ষক ও গবেষক ফিরোজ জামানের বই “তিন খাবারের সমন্বয় সুস্থ থাকার বিষ্ময়”। প্রকাশক ইত্যাদি গ্রন্থ প্রকাশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের পৌর জনমিলন কেন্দ্রে বইটির মোড়ক উন্মোচন করা হবে। এছাড়া গ্রন্থমেলার শুরু থেকেই পাওয়া যাচ্ছে লেখকের নতুন বই “তিন খাবারের সমন্বয় সুস্থ থাকার বিষ্ময়” । ইত্যাদি প্রকাশনির ১০ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।
এই বইয়ের মাধ্যে জন্ম থেকে মৃত্যু পযর্ন্ত আমরা যে তিন খাবারই খাই এর বাইরে আর কিছু নাই। আমাদের দেহ গঠন রক্ষণাবেক্ষণ, পরিচালনা, অসুস্থ হওয়া এবং সুস্থ হওয়া সব কিছুই সংঘটিত হয় এই তিন খারার দ্বারা এই তিন খাবার কি। কি ভাবেই বা সংঘঠিত হয় শারীরিক সমস্যা বা সমাধান। এই নিয়ে বইটি লেখা হয়েছে।
বই পাওয়া যাচ্ছে গ্রন্থমেলাতে। পাশাপাশি ফিরোজ জামান এর বই পাওয়া যাবে অনলাইন বুকশপ রকমারিতেও।