জুড়ী নদীর ভাঙনরোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার
স্টাফ রিপোর্টার: | PhotoNewsBD
২৯ জুন, ২০২০, ১২:৫১ অপরাহ্ণ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মৌলভীবাজার জেলায় জুড়ী নদীর ভাঙনরোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার। এজন্য প্রয়োজনে বড় প্রকল্প গ্রহণ করে তা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের দুর্ভোগ স্থায়ীভাবে সমাধান করা হবে।
রোববার (২৮ জুন) ঢাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে জুড়ী নদীর ভাঙনরোধে স্থানীয় নেতাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পাহাড়ি ঢলের কারণে জুড়ী নদীর ভাঙন প্রতিরোধে সাময়িক মেরামত করলে তা টেকসই হবে না। তাই স্থায়ী সমাধানের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মাধ্যমে প্রকল্প গ্রহণ করে তা সুবিধাজনক সময়ে বাস্তবায়ন করা হবে। ফলে কাশিনগর গ্রাম এবং জুড়ী নদীর ভাঙন কবলিত অন্যান্য স্থানের প্রাথমিক বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠানসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা পাবে।
পরিবেশ মন্ত্রীর নির্দেশে জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা ভাঙন কবলিত স্থান পরিদর্শন করে করণীয় বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন।