ডিপজল হোম কোয়ারেন্টাইনে
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
২২ মার্চ, ২০২০, ৯:২৫ অপরাহ্ণ

সময়ের সঙ্গে করোনার প্রকোপ বেড়েই চলেছে। এই আতঙ্ক বিরাজ করছে দেশের শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যেও। চলচ্চিত্রের সমস্ত কার্যক্রম বন্ধ করা হয়েছে।
এদিকে করোনা সংক্রমণ রোধে ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। নিজের সকল কার্যক্রম বন্ধ করে বাসায় অবস্থান করছেন। নিয়ম করে হাত পরিষ্কার করা ও দূরত্ব বজায় রেখে অন্যদের সঙ্গে কথা বলছেন এই অভিনেতা।
এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘সময়টা এখন ভালো যাচ্ছে না। চারদিকে করোনার আতঙ্ক। এ থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। তাই ঘরের বাইরে বের হচ্ছি না। বাসায়ই সময় কাটাচ্ছি। বাইরের সকল কাজ বন্ধ রেখেছি। আমার মতো সবাই যেন কাজটি করেন। তাহলেই করোনা থেকে বাঁচা যাবে।’