দিল্লি পুলিশকে তদন্তে সহযোগিতা করার বার্তা মাওলানা সাদের
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
১৯ এপ্রিল, ২০২০, ৪:১৭ অপরাহ্ণ

আইনি চাপের মুখে পড়ে দিল্লি পুলিশকে তদন্তে সহযোগিতা করার বার্তা দিয়ে চিঠি পাঠিয়েছেন ভারতের নিজামউদ্দিন মারকাজ মসজিদে তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভি। চিঠিতে তিনি পুলিশের কাছে তার বিরুদ্ধে দায়ের করা মামলার একটি কপি চেয়েছেন।
মার্চে লকডাউনের মধ্যে তাবলিগের ইজতেমা আয়োজন করার অভিযোগে সাদের বিরুদ্ধে মামলা করেছিল দিল্লি পুলিশ। গত সপ্তাহে এর সঙ্গে যুক্ত করা হয় অনিচ্ছাকৃত খুনের মামলাও।
সাদের আইনজীবী জানিয়েছেন, ৮ এপ্রিল থেকে কোয়ারেন্টাইনে রয়েছেন তাবলিগের এই আমির। আইসোলেশন পিরিয়ড শেষ হলেই তিনি তদন্তের মুখোমুখি হবেন।
দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চকে দেওয়া ওই চিঠিতে মাওলানা সাদলিখেছেন, ‘আমি ইতোমধ্যে তদন্তে অংশগ্রহণ করেছি। দু’টি নোটিশের উত্তরও দিয়েছি। আবারও জানাচ্ছি , আমি সবসময় প্রস্তুত এবং আপনারা যে তদন্ত করবেন তাতে আমি সহযোগিতা করতে ইচ্ছুক।’
মামলার কপি চেয়ে সাদ লিখেছেন, ‘দয়া করে আমাকে নয়া দিল্লির রুহিনির পুলিশ স্টেশনের ক্রাইম ব্রাঞ্চে দায়ের করা এফআইআর নং ৬৩/২০২০ এর একটি কপি পাঠাবেন এবং এফআইআরে যদি কোনো ধারা সংযুক্ত করা হলে তাও জানাবেন।’