দেশে ফিরলেন বিএনপি নেতা ইশরাক
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
৩১ জানুয়ারি, ২০২১, ৪:২১ অপরাহ্ণ

প্রায় এক মাস পর দেশে ফিরলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১২টায় একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।
বিমানবন্দর থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যান গুলশানের বাসভবনে। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়কালে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, অনেকদিন এই নেতাকর্মীকে মিস করছিলেন তিনি। তাই আর বাইরে গিয়ে বেশিদিন থাকার মতো কোনো মানসিক ধৈর্যই কাজ করছিল না। নেতাকর্মী এবং দেশের মানুষের জন্য অনেকটা অস্থিরতা বোধ করছিলেন তিনি। এ সময় নেতাকর্মীদের বুকে জড়িয়ে ধরে ছবিও উঠান তিনি।
গত ৮ জানুয়ারি পারিবারিক কাজে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ইশরাক হোসেন।