নতুন করে আরো দুইজন করোনাভাইরাসে আক্রান্ত
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
১৭ মার্চ, ২০২০, ৪:০৩ অপরাহ্ণ

দেশে নতুন করে আরো দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) মহাখালীতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ডা. মীরজাদী সেব্রিনা বলেন, ‘নতুন করে দুজন পুরুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে একজন বিদেশ থেকে এসেছেন। আর একজনের পরিবারের সদস্য বিদেশে থেকে এসেছেন।’
এখন আইসোলেশনে ১৬ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৪৩ জনকে রাখা হয়েছে জানিয়ে সেব্রিনা বলেন, ‘বিদেশ থেকে আসলেই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।’
এর আগে, সোমবার (১৬ মার্চ) আইইডিসিআর থেকে জানানো হয় নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল আটজন। এরমধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।