নির্বাচন একটি আনুষ্ঠানিকতা
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
৩০ জানুয়ারি, ২০২১, ১০:০৩ অপরাহ্ণ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন এখন শুধু একটি আনুষ্ঠানিকতা।
শুক্রবার (২৯ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে সরকার যেভাবে ইচ্ছা সেভাবেই তাকে ব্যবহার করছে। মানুষের স্বাধীনতা তথা গণতন্ত্র ধ্বংসের বর্তমান সরকারের শক্তিশালী ফ্রন্ট হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম সিটি করপোরেশনে আওয়ামী লীগের নির্ধারিত ব্যক্তিকে ‘মেয়র’ ঘোষণা দেওয়া আনুষ্ঠানিকতা। নির্বাচন এখন শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা।
রিজভী বলেন, গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনে আরও একটি নজিরবিহীন তামাশার রক্তাক্ত নির্বাচন প্রত্যক্ষ করলো দেশবাসী। দিনভর সহিংসতা, ভোটকেন্দ্র দখল, জাল ভোট দেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ধানের শীষের প্রার্থীদের সব এজেন্টকে মারধর করে তাড়িয়ে দিয়ে ভোট ডাকাতির উৎসব করেছে আওয়ামী লীগ।