নেই আক্রান্ত, নেই মৃত
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
২৯ মার্চ, ২০২০, ১:১৯ অপরাহ্ণ

করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। একই সঙ্গে এ ভাইরাসের সংক্রমণে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
রোববার (২৯ মার্চ) দুপুরে মহাখালীতে আইইডিসিআর কার্যালয় থেকে অনলাইন ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কারো শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়নি। তাই নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি। মৃত্যুও হয়নি। আর রোববার পর্যন্ত ১৫ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন বলে জানান ডা. ফ্লোরা।