নেপালে পাহাড় থেকে বাস নিচে পড়ে নিহত-৩২
| PhotoNewsBD
১৩ অক্টোবর, ২০২১, ৬:১৩ অপরাহ্ণ

নেপালে যাত্রীবাহী বাস পাহাড় থেকে নিচে পড়ে গিয়ে অন্তত ৩২ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির মুগু জেলার ছায়ানাথ রারা মিউনসিপ্যালিটি-৭ এর পিনাতাপ্লেখোলায় এ দুর্ঘটনা ঘটেছে। বাসটি পাহাড়ের প্রায় ৩০০ মিটার নিচে পড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।
পুলিশ জানিয়েছে, বাসটি মুগু জেলার গামগাধিতে যাচ্ছিল। এতে ৪৫ জন আরোহী ছিল। দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছে। বাসের ব্রেক ফেল হয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বাসের যাত্রীদের মধ্যে ২৪ জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। তালচা বিমানবন্দরে নিয়ে যাওয়ার চার জন পথে এবং বাকী চার জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
জেলার প্রধান কর্মকর্তা রম বাহাদুর মাহাত বলেছেন, ‘দুর্ঘটনাটি দুর্গম এলাকায় ঘটেছিল, যার ফলে বিপুল মানুষের প্রাণহানি ঘটেছে। আমাদের প্রাথমিক তদন্তে দেখা গেছে, বাসের ব্রেক ফেল হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’