পরিস্থিতি বুঝে কিছু এলাকা শাটডাউন করে দেওয়া হতে পারে
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
১৮ মার্চ, ২০২০, ৩:৩০ অপরাহ্ণ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘করোনা ভাইরাসের কারণে পরিস্থিতি বুঝে কিছু কিছু এলাকা শাটডাউন করে দেওয়া হতে পারে। এছাড়া প্রয়োজন হলে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে।’
বুধবার (১৮ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার সময় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘করোনা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। এ ধরনের সমস্যা ফেস করার মতো অভিজ্ঞতা আমাদের আগে ছিল না। এটিকে কাজে লাগিয়ে আমরা করোনা মোকাবিলা করছি। করোনা আমাদের জাতীয় শত্রু। তাই দলমত নির্বিশেষে সবাইকে মিলে এর মোকাবিলা করতে হবে। এজন্য সবাইকে এগিয়ে আসা প্রয়োজন।’