পাকিস্তানে ভারতীয় হাই কমিশনের দুই কর্মচারীর নিখোঁজ
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
১৫ জুন, ২০২০, ১:০৯ অপরাহ্ণ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশনে কাজ করা দুই কর্মচারীর খোঁজ পাওয়া যাচ্ছে না। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবর, সর্বশেষ দুই ঘণ্টা ধরে নিখোঁজ তারা।
নিখোঁজদের দুজন হাই কমিশনের সিআইএসএফ’র গাড়ি চালক। ইসলামাবাদে কাজে বেরিয়েছিলেন তারা। কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছাননি।
পাকিস্তান সরকারকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং অনুসন্ধান চলছে। অভিযোগ রয়েছে, ভারতীয় কূটনীতিক ও হাই কমিশনের অন্য কর্মচারীদের মাঝেমধ্যেই পিছু করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। সম্প্রতি এক কূটনীতিককে হেনস্তা করার অভিযোগ আনা হয়েছিল আইএসআইর এক সদস্যের বিরুদ্ধে।
গুপ্তচরবৃত্তির অভিযোগে নয়াদিল্লিতে দুই পাকিস্তানি কূটনীতিককে বরখাস্ত করার ১০ দিন পর ইসলামাবাদে দুই কর্মচারীর নিখোঁজের ঘটনা ঘটলো। প্রতিবেদনে জানা গেছে, বরখাস্ত হওয়া দুজন হলেন আবিদ হোসেন ও মোহাম্মদ তাহির। নয়াদিল্লির হাই কমিশনে কাউন্সেলর সেকশনে কাজ করতেন তারা। যদিও আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয় জানানো হয়নি।