প্রবাসীদের দেশে না ফেরার পরামর্শ আজহারীর
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
১৮ মার্চ, ২০২০, ৫:৩৬ অপরাহ্ণ

প্রাণঘাতী করোনভাইরাস আতঙ্কের মধ্যে প্রবাসীদের বাংলাদেশে না আসার পরামর্শ দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ পরামর্শ দেন।
আজহারী বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। জীবিকা উপার্জনের জন্য দেশের বহু ভাইদের বিদেশে থাকতে হয়।
‘প্রিয় প্রবাসী ভাইদের বলব-আপনারা হুড়োহুড়ি করে তাড়াহুড়ো করে প্রবাস থেকে দেশে ফেরার চেষ্টা করবেন না। আপনাদের জন্য আমার বিনীত পরামর্শ হচ্ছে-আপনাদের ইমার্জেন্সি কোনো কারণ না থাকলে যে যে দেশে আছেন সে সে দেশেই থাকুন।’
তিনি বলেন, ওইসব দেশের সরকার আপনাদের যে পরামর্শ দিচ্ছে সেগুলো মেনে চলুন। সেসব দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলুন। দেশে আসার জন্য হুড়োহুড়ি করবেন না।
আজহারী আরও বলেন, আমি খেয়াল করেছি ইদানিং করোনা আতঙ্কে অনেকেই দেশে আসার চেষ্টা করছেন। বাংলাদেশের স্বাস্থ্য সুরক্ষা যে খুব উন্নতমানের তাও নয়।
তিনি বলেন, আল্লাহ না করুক, আপনার মাঝে যদি এই ভাইরাস পাওয়াও যায়, আশা করি অন্যান্য দেশে ভালো চিকিৎসার ব্যবস্থা আছে।
‘কাজেই যে দেশে আছেন সেখানে সাবধানে থাকুন, নিরাপদ স্থানে থাকুন।’