বাছিরপুর প্রবাসী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ
স্টাফ রিপোর্টার: | PhotoNewsBD
২০ এপ্রিল, ২০২০, ৯:৩৭ অপরাহ্ণ

করোনাভাইরাস এর কারনে সারা দেশে চলছে লকডাউন। যার ফলে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা পড়েছেন বিপাকে। এমন ক্রান্তিলগ্নে এগিয়ে এসেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার বৃহত্তর বাছিরপুর গ্রামের প্রবাসীদের সংগঠন বাছিরপুর প্রবাসী ফাউন্ডেশন।
সোমবার (২০ এপ্রিল) ১৮০ টি পরিবারের মাঝে ফাউন্ডেশনটি ত্রাণ সামগ্রী বিতরণ করে। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
সারাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাছিরপুর গ্রামের প্রবাসীদের এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয় ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে।
এর আগেও দরিদ্র রোগীদের নগদ অর্থ সহায়তা করেছিলো ফাউন্ডেশনটি।