বান্দরবানে বন্ধ করা হলো সকল পর্যটন কেন্দ্র
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
৩১ মার্চ, ২০২১, ৭:১৪ অপরাহ্ণ

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বান্দরবানের ৭টি উপজেলার সব পর্যটন কেন্দ্র আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, জেলায় করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে বুধবার (৩১ মার্চ) থেকে ২ সপ্তাহের জন্য জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে জেলার কোনো পর্যটন স্পটে পর্যটকরা অবস্থান গ্রহণ করতে পারবে না। আর পর্যটক সমাগম কমে গেলে হোটেল মোটেলেও পর্যটক শূন্য থাকবে বিধায় আনুষ্ঠানিক ভাবে হোটেল মোটেল বন্ধ ঘোষণা করা হয়নি।
এদিকে, এই ঘোষণার পর জেলার নাফাকুম,রেমাক্রি, তিন্দু, দেবতাকুম,বগালেক, মেঘলা, নীলাচল, চিম্বুকসহ যেসব পর্যটন স্পটে পর্যটকরা অবস্থান করছে, তাদের দ্রুত পর্যটন স্পট ছেড়ে নিজ গন্তব্যে চলে যাওয়ার অনুরোধ করা হয়েছে।