মাফিয়াদের নির্দেশে চলছে দেশ: রিজভী
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
৫ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৩৪ অপরাহ্ণ

দেশের আইন-আদালত মাফিয়াদের নির্দেশে চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘মাফিয়াদের নিয়ন্ত্রণে চলে গেছে দেশ। আদালতকে কব্জায় নিয়ে তারা যা খুশি করছে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাদণ্ডের প্রতিবাদে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শান্তি নগর এলাকায় স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে রিজভী এসব কথা বলেন।
মিছিলে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, ঢাবির অধ্যাপক ড. সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিক হাওলাদার, এসএম জিলানি, নজরুল ইসলাম, ডা. জাহিদ, শিমুল, রাসেল প্রমুখ।