মিছিল করলে সরকার গোস্বা করে: মির্জা আব্বাস
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
৩১ অক্টোবর, ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলছেন, সমালোচনা করলেই সরকার গোস্বা করে, রাগ হয়। মিছিল করলে সরকার গোস্বা করে, রাগ হয়ে যায়। আর আমাদের নেতাকর্মীদের পিটায়। আরে পিটিয়ে কি মানুষের মুখ বন্ধ করা যাবে। খাওয়ার জন্য যেমন মুখ দরকার আছে, তেমনি কথা বলার জন্য মুখের দরকার আছে।
রোববার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ছাত্রদলের আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, আমাদের মিছিল-মিটিং থেকে সরকারের শিক্ষা নেওয়া দরকার। আমরা কি বলছি, কি বলতে চাই। সেখান থেকে কোনও কথা দেশের কাজে আসবে কি না, সেটা সরকারকে বুঝতে হবে।
তিনি আরও বলেন, টেলিভিশনে দেখলাম বাজারে কোনও খাদ্যদ্রব্যের অভাব নেই। যা চাইবেন সবই আছে কিন্তু দাম বেশি। যার ফলে মানুষ কিনতে পারছে না।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।