মৌলভীবাজারে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিয়েছে স্পন্দন
| PhotoNewsBD
২২ জুন, ২০১৯, ১০:৩৩ অপরাহ্ণ

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্পন্দন মৌলভীবাজারের উদ্যোগে আজ শনিবার (২২ জুন) সকাল ১১ টায় স্থানীয় জনমিলন কেন্দ্রে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
স্পন্দন এর সভাপতি ইহাম মোজাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমদ টিটু, সহ-সভাপতি ওয়াসিম আহমদ নিশান, পলিটেকনিক এর সাধারণ সম্পাদক এম এ তালহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজ অধ্যক্ষ ড. মোঃ ফজলুল আলী।
মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লেখক, গবেষক ও ব্যাংকার এডঃ আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজনগর সরকারি কলেজ অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ মৌলভীবাজার জেলা ইউনিট কমান্ড জামাল উদ্দিন, মৌলভীবাজার টেকনিক্যাল কলেজ অধ্যক্ষ প্রকৌশলী নুরুল হাকিম, স্পন্দন উপদেষ্টা সৈয়দ নজরুল ইসলাম জয়নু, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ সভাপতি খালেদ চৌধুরী, বিআইএস চেয়ারম্যান এম মুহিবুর রহমান, শিক্ষক শফিকুল ইসলাম, সৈয়দ শাহেদ আলী, বেলাল তালুকদার, নুরুল ইসলাম, চৌধুরী মোঃ মেরাজ প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ সভাপতি আশিক আহমদ, সাংগঠনিক সম্পাদক হায়াতুল ইসলাম রাহি, কলেজের সভাপতি এস এম বশির সাধারণ সম্পাদক জাবেদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সদর এর সাধারণ সম্পাদক রফিক ইসলাম, সহ সাধারন সম্পাদক শাহরিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ হাকিম, টেকনিক্যাল কলেজের সভাপতি ফয়েজ আহমদ সহ সভাপতি তানভীর কায়সার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আশাফুর তালুকদার, মুজাক্কির তালুকদার, রুবেল আহমদ প্রমুখ।