মৌলভীবাজারে যুবদলের কর্মীসভা ও ইফতার সম্পন্ন
এমদাদুল হক, সম্পাদক | PhotoNewsBD
১৯ মে, ২০১৯, ২:৫০ পূর্বাহ্ণ

মৌলভীবাজারে জেলা যুবদলের আয়োজনে বিশাল কর্মীসভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে কর্মী সভা ও ইফতার মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীর ঢল নামে।
শনিবার (১৮ মে) শহরের পৌর কমিউনিটি সেন্টারে নবগঠিত জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম, এ, মুহিত এর সঞ্চালনায় কর্মীসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, সহ-সভাপতি এম এ মুকিতসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী।
কর্মীসভা ও ইফতার মাহফিলে নেতাকর্মীরা বিএনপি চেয়্যারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।
কর্মীসভা শেষে ইফতার মাহফিলের পূর্বে দেশ, জাতি ও দলীয় চেয়ারপারসনের মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন।