মৌলভীবাজার জেলা লকডাউন
স্টাফ রিপোর্টার: | PhotoNewsBD
১৩ এপ্রিল, ২০২০, ৪:২৩ অপরাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও সংক্রামন রোগ আইন অনুযায়ী অন্যান্য জেলার কেউ প্রবেশ করতে না পারেন, এ কারণে ওই লকডাউনের ঘোষণা দেওয়া হয়।
নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সোমবার বেলা টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করেন।
জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, এক জেলা থেকে অন্য জেলায় বিভিন্ন পথে লোকজন আসার চেষ্টা করছেন। তাই করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত জেলা কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে প্রাণঘাতী কোভিড-১৯–এর সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় মৌলভীবাজার জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ জেলায় প্রবেশ করতে বা এ জেলা থেকে অন্য কোনো জেলায় যেতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্ত–উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবত থাকবে। সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতাবহির্ভূত থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ আজ সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৫টা থেকে কার্যকর হবে এবং আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।