যুক্তরাজ্যে লকডাউন শিথিল করার সময় এখনো আসেনি
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
২৭ এপ্রিল, ২০২০, ৭:৫৪ অপরাহ্ণ

ইউরোপে ইতালি, স্পেন, সুইজারল্যান্ডের মতো দেশগুলো করোনার বিধিনিষেধ শিথিল করলেও এখনই এনিয়ে ভাবছে না যুক্তরাজ্য। সোমবার ব্রিটিশ জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী এডওয়ার্ড আরগার বলেছেন, করোনাভাইরাস লকডাউন শিথিল করার সময় এখনো আসেনি।
স্কাই নিউজকে আগার বলেছেন, ‘এ ব্যাপারে বিজ্ঞান আমাদের পথ দেখাবে। এবং এই মুহূর্তে বিজ্ঞান বলছে না যে লোকজনের ওপর আরোপ করা বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য আমরা প্রস্তুত।’
আরগারের মতে ব্রিটেন ‘অনেক উন্নতি করলেও আমরা এখনো ওই জায়গায় পৌঁছাইনি।’ তিনি আরো যোগ করেছেন, লকডাউন শিথিল করার ব্যাপারে আলোচনা চলছে এবং এখন বিধিনিষেধের মধ্যেই থাকতে হবে।
করোনা থেকে সুস্থ হয়ে সোমবার কাজে ফিরছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। সরকারের প্রাত্যহিক করোনা সভায় সভাপতিত্ব করবেন তিনি। এপর্যন্ত যুক্তরাজ্যে অন্তত ১ লাখ ৫৪ হাজার ৩৭ জন আক্রান্ত হয়েছে করোনায় এবং ২০ হাজার ৭৯৫ জনের মৃত্যু হয়েছে।