শিশুদের মাস্ক পরা বিপদজনক
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
২৬ মে, ২০২০, ৩:৫৬ অপরাহ্ণ

শিশুদের মাস্ক পরার ব্যাপারে সতর্ক করছেন চিকিৎসকরা। বিশেষ করে দুই বছরের কম বয়সী শিশুদের মাস্ক পরানো উচিত নয়, তাতে শ্বাস নিতে কষ্ট হওয়া এবং শ্বাসরোধের ঝুঁকি থেকে যায় বললো জাপান পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন।
শিশুরোগ চিকিৎকদের এই সংগঠন এক বিবৃতি দিয়েছে তাদের ওয়েবসাইটে। সেখানে বলা হয়েছে, ‘মাস্ক শ্বাসপ্রশ্বাসে বাধা তৈরি করতে পারে, কারণ শিশুদের শ্বাসনালী সরু থাকে।’ তাতে হৃদযন্ত্রের ওপর চাপ পড়ে এবং হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে বললো সংগঠনটি।
তাই এ ব্যাপারে সতর্ক করলো তারা, ‘চলুন, ২ বছরের কম বয়সী শিশুদের মাস্ক ব্যবহার থামাই।’
তারা আরো বলেছেন, শিশুদের মধ্যে করোনাভাইরাসের জটিলতা খুব কম এবং অধিকাংশ শিশু তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে সংক্রমিত হয়। তাছাড়া স্কুল ও দিবাযত্ন কেন্দ্রগুলোতে মহামারির বিস্তার কম।