সত্যি করে বল না
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৭ অপরাহ্ণ

কাতার প্রবাসীদের প্রযোজনা প্রতিষ্ঠান হ্যাটস অব বিডির ব্যানারে প্রকাশিত হলো অস্ট্রিয়া প্রবাসী সংগীতশিল্পী সাইফ ইসলাম ও বাংলাদেশের সুমাইয়া নিলার নতুন অফিশিয়াল মিউজিক ভিডিও ‘সত্যি করে বল না’।
গানটির কথা লেখেছেন সৌদি আরব প্রবাসী গীতিকার আনোয়ারা হোসেন সানি। সুর করেছেন সুরকার জয়নাল আবেদিন একাত্ত, মিউজিক করেছে একাত্ত স্টুডিও।
কাতারের রাজধানী দোহার মনোরম লোকেশনে চিত্রায়তি গানটির চিত্রগ্রাহক ও ভিডিওটি পরিচালনা করেছেন কাতার প্রবাসী আশিকুর রহমান।
নতুন এই মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন কাতারে বসবাসরত প্রবাসী অভিনেতা রবিন খান। বাংলাদেশের মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী বর্তমান কাতার প্রবাসী সানজানা মিতু।
গানটি হ্যাটস অব বিডি ইউটিউব চ্যানেল এরই মধ্যে রিলিজ দেয়া হয়েছে।