‘সিলভার প্লে বাটন’ পেল বিএনপির ইউটিউব চ্যানেল
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
৩০ সেপ্টেম্বর, ২০২১, ৫:৩৭ অপরাহ্ণ

জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের স্বীকৃতি পেয়েছে বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাওয়ায় আনুষ্ঠানিক স্বীকৃতি পত্র ও ক্রেস্ট পাঠিয়ে অভিনন্দন জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউটিউব কর্তৃপক্ষের পাঠানো ‘সিলভার প্লে বাটন ক্রেস্ট’টি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় বিএনপি মহাসচিব সবাইকে বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার আহ্বান জানান।