হেলিকপ্টার বিধ্বস্ত: চিফ অব ডিফেন্স স্টাফ রাওয়াত মারা গেছেন
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
৮ ডিসেম্বর, ২০২১, ৬:৪৯ অপরাহ্ণ

তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় আহত ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত মারা গেছেন। বুধবার রাতে ভারতীয় বিমানবাহিনী এক টুইটে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় বুধবার দুপুরে এমআই-সেভেনটিন রাওয়াতে বহনকারী হেলিকপ্টারটি কোইমবাটোরের সুলুরের সেনা ঘাঁটি থেকে নীলগিরির ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ কলেজে যাচ্ছিল। পথে কুনুরে গভীর জঙ্গলের ওপর আছড়ে পড়ে এটি। এর পরপরই তাতে আগুন ধরে যায়।
৬৩ বছর বয়সী জেনারেল রাওয়াতকে ২০১৯ সালের জানুয়ারিতে ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান বা চিফ অব ডিফেন্স স্টাফের দায়িত্ব দেওয়া হয়। এর আগে ২০১৬ সালে জেনারেল দলবীর সিং সুহাগের স্থলাভিষিক্ত হয়ে তিনি ২৭তম সেনাপ্রধান হিসাবে ভারতীয় সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করেন।
বিপিন রাওয়াত ১৯৫৮ সালের ১৬ মার্চ উত্তরাখণ্ডের পাউরিতে জন্মগ্রহণ করেন। তার বাবা লক্ষ্মণ সিং লেফটেন্যান্ট জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। দীর্ঘ কর্মজীবনে, জেনারেল রাওয়াত সেনাবাহিনীর পূর্ব সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি সেনা ব্যাটালিয়নের নেতৃত্ব দিয়েছেন। এর পাশাপাশি তিনি কাশ্মীর এবং উত্তর-পূর্বে সেনা ইউনিটের নেতৃত্ব দিয়েছেন।