১৭ চীনা নাবিক দেশে ফিরছেন
ফটোনিউজবিডি ডেস্ক: | PhotoNewsBD
১২ ফেব্রুয়ারি, ২০২০, ৩:৪৮ অপরাহ্ণ

করোনাভাইরাসের কারণে কয়েকদিন আগে চীনের অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ করে বাংলাদেশ।
কিন্তু তার আগেই জাহাজে করে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেয় চীনের একটি জাহাজ। সপ্তাহ খানেক আগে এটি চট্টগ্রাম পৌঁছায়। ফলে ভিসা জটিলতায় তারা জাহাজ থেকে নামতে পারেনি।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে এক সপ্তাহের বেশি সময় ধরে জাহাজের ভেতর অবরুদ্ধ অবস্থায় রয়েছেন ১৭ জন চীনা নাবিক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাদের আবার চীনে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বুধবার রাতে তারা দেশে ফিরবেন।
ঢাকার চীনা দূতাবাস থেকে এক বার্তায় জানানো হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, অন্যান্য সংস্থা ও চীনা দূতাবাসের সহায়তায় ১৭ নাবিক দেশে ফিরবেন। এসব নাবিক চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে একটি জাহাজে অবস্থান করছিলেন।