শবে বরাতে রাতব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। সন্ধ্যার পর চলে বিশেষ ওয়াজ মাহফিল। ছবি: এমদাদুল হক, সম্পাদক, ফটোনিউজবিডি।
শবে বরাতে নিরাপত্তার কড়াকড়ি থাকলেও মসজিদে প্রচুর সংখ্যক মুসল্লি ছিলেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ গেইট দিয়ে বিপুল সংখ্যক মুসল্লিরা প্রবেশ করছিলেন। ছবি: এমদাদুল হক, সম্পাদক, ফটোনিউজবিডি।
শবে বরাতে এমনই ছিল রাজধানীর মসজিদগুলো। ধর্মপ্রাণ মুসল্লিরা গুরুত্বপূর্ণ এই রাতের বরকতের অংশীদার হতে মসজিদগুলোতে এসে প্রার্থনা করেন। ছবি: এমদাদুল হক, সম্পাদক, ফটোনিউজবিডি।