হাকালুকিতে হাওরে চলছে বোরো ধান কাটার উৎসব। হাওরের পুবালি বাতাসে এখন পাকা ধানের মনমাতানো গন্ধ। হাওরপারের কৃষকের মন এখন ফুরফুরে। সেই মধুর ক্ষণগুলো ক্যামেরাবন্দী করেছেন ফটোনিউজবিডি’র শুভাকাঙ্খী ইমরুল ইসলাম।
এবার আবহাওয়া অনুকূলে থাকায় মনে আনন্দ নিয়েই ধান কাটছেন কৃষকেরা।
গত দুই বছরে আগাম বন্যায় হাওরের ধান ঘরে তুলতে পারেননি কৃষকেরা। এবার আবহাওয়া অনুকূলে থাকায় মনে আনন্দ নিয়েই ধান কাটছেন কৃষকেরা। দিনভর চলে এই ধান সংগ্রহের কাজ। ছবি: ইমরুল ইসলাম
সোনালি ধান। হাওরের পুবালি বাতাসে এখন পাকা ধানের মনমাতানো গন্ধ। ক্যামেরাবন্দী করেছেন ফটোনিউজবিডি’র শুভাকাঙ্খী ইমরুল ইসলাম।